২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

ইফতারের সময় ক্ষমার বিশেষ দোয়া

রোজায় ইফতার করা সুন্নাত। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করার তাগিদ দিয়েছেন। আর এতে বান্দার প্রতি নাজিল হয় রহমত। এটি রোজাদারের জন্য বরকতময় ও গুনাহ মাফের মাধ্যম। আল্লাহর কাছে ক্ষমা পেতে ইফতারের সময়ের ছোট্ট একটি দোয়া আছে। সেই দোয়াটি কী?

ইফতারের সময় আল্লাহ অনেককে ক্ষমা করেন। আর এ সময়টিতে ক্ষমা প্রার্থনার দোয়া করা জরুরি। ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কবুল করেন। ইফতারের মুহূর্তের ছোট্ট দোয়াটি হলো-

يَا وَاسِعَ الْمَغْفِرَاتِ اِغْفِرلِىْ উচ্চারণ : ইয়া ওয়াসিআল মাগফেরাতি ইগফিরলি।

অর্থ : হে মহান ক্ষমাকারী! আমাকে ক্ষমা করুন। (মুসলিম)

সুতরাং রোজাদার মুমিন মুসলমানের উচিত, রোজা রেখে নিজেদের গুনাহ মুক্তির চেষ্টায় ইফতারের মুহূর্তে ছোট্ট এ দোয়াটি বেশি বেশি পড়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর ক্ষমা লাভ করে নৈকট্য অর্জন করতে ইফতার করার সময় এ দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।