২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

সুন্নাত আমলে কাটুক জুমার দিন

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সূর্যের স্পর্শ পাওয়া দিনগুলোর মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ। এ দিন হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এ দিনেই তাঁর জান্নাতে প্রবেশ। এ দিনই জান্নাত হতে তাঁর অবনমন। (মুসলিম)

জুমার দিন ও নামাজের প্রস্তুতিতে কিছু সুন্নাত আমল আছে। এ সুন্নাত আমলেই কাটুক মুমিন মুসলমানের জুমার দিন। সুন্নাত আমলগুলো হলো-

১. জুমার নামাজের প্রস্তুতিতে মেসওয়াক করা।

২. গোসল করা।

৩. সুগন্ধি বা তেল মাখা।

৪. উত্তম পোশাক পরা।

৫. আগে-ভাগে পায়ে হেঁটে মসজিদে যাওয়া।

৬. নিরবে জুমার খুতবা শোনা।

৭. দরূদ শরিফ বেশি বেশি পড়া।

৮. সুরা কাহফ তেলাওয়াত করা।

৯. আসর থেকে মগরিবের সময়ে বেশি বেশি দোয়া করা।

আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে জুমার দিন নামাজের প্রস্তুতি ও আমলগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।