সমাজে এমন অনেক মানুষ রয়েছে, যারা মানুষকে মুক্ত হস্তে দান করেন। অভুক্ত মানুষকে খাদ্য দান করেন। অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেন। তাদের জন্য দোয়া করতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুরুত্বারোপ করেছেন।নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও কারো বাড়িতে দাওয়াতে গেলে তাদের জন্য প্রাণভরে দোয়া করতেন। হাদিসের বর্ণনা থেকে তার প্রমাণ পাওয়া যায়। দোয়াটি হাদিসে পাকে এসেছে- اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ উচ্চারণ : আল্লাহুম্মা বা-রিক লাহুম ফি-মা- রাযাক্বতাহুম ওয়াগফিরলাহুম ওয়ারহামহুম। অর্থ : হে আল্লাহ! তাদের যে রিজিক দিয়েছ তাতে বরকত দান কর, তাদেরকে ক্ষমা কর এবং তাদের প্রতি দয়া কর। (তিরমিজি) হজরত আবদুল্লাহ ইবনু বুসর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বাবার কাছে এলেন। আমরা তার জন্য খাদ্য পরিবেশন করলে তিনি তা আহার করলেন। তারপর খেজুর আনা হলে তিনি তা খেতে থাকলেন এবং দুই আঙ্গুলের মাধ্যমে খেজুরের বিচি ফেলে দিতে লাগলেন মধ্যমা ও তর্জনী একত্র করে। শু বাহ বলেন, এটা আমার সন্দেহ, ইনশাআল্লাহ এটাই সঠিক। তারপর পানীয় দ্রব্য আনা হলে তিনি তা পান করলেন, তারপর পানপাত্র তার ডান পাশের ব্যক্তিকে দিলেন। আবদুল্লাহ ইবনু বুসর রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমার বাবা তার সওয়ারীর লাগাম ধরে বললেন, আমাদের জন্য দু আ করুন। তিনি বললেন- اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ উচ্চারণ : আল্লাহুম্মা বা-রিক লাহুম ফি-মা- রাযাক্বতাহুম, ওয়াগফিরলাহুম, ওয়ারহামহুম। অর্থ : হে আল্লাহ! তাদের যে রিজিক দিয়েছ তাতে বরকত দান কর, তাদেরকে ক্ষমা কর এবং তাদের প্রতি দয়া কর। (তিরমিজি) সুতরাং দানকারী, সাহায্যকারী, খাদ্য বিতরণকারীর জন্য দোয়া করা অত্যন্ত আবশ্যক। আল্লাহ তাআল উম্মাতে মুসলিমাকে নিয়ামাতের শুকরিয়া আদায় এবং সহযোগিতা প্রদানকারীদের প্রতি দোয়া ও রহমত কামনা করার তাওফিক দান করুন। আমিন।