আবদুল্লাহ ইবনে উমার রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: একবার আমার দু’কাঁধ ধরে বললেন, তুমি দুনিয়াতে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী। আর ইবনে উমার রা: নিজে বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের আর অপেক্ষা করো না এবং সকালে উপনীত হলে সন্ধ্যার আর অপেক্ষা করো না। তোমার সুস্থতার সময় তোমার পীড়িত অবস্থার জন্য প্রস্তুতি নাও। আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।
-বুখারি-৬৪১৬, তিরমিজি-২৩৩৩, ইবনে মাজাহ-৪১১৪, আহমাদ-৪৭৫০