আবুজার রা: থেকে বর্ণিত- নবী সা: বলেন, ‘তাঁর প্রভু আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে আমার বান্দারা! আমি জুলুম করাকে নিজের ওপর হারাম করেছি এবং তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি। অতএব, তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না।’ মুসলিম-২৫৭৭, তিরমিজি-২৪৯৫, ইবনে মাজাহ-৪২৫৭, আহমাদ-২০৮৬০, দারেমি-২৭৮৮