যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

সিয়ামের সাদাকাহ

হজরত ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত, একবার তিনি রমজানের শেষ দিকে লোকেদের উদ্দেশে বললেন, তোমরা তোমাদের সিয়ামের সাদাকাহ দাও। রাসূলুল্লাহ সা: তোমাদের প্রত্যেক মুসলিম, স্বাধীন-অধীন, গোলাম-বাঁদি, পুরুষ-মহিলা, ছোট-বড় সবার পক্ষে ‘এক সা’ খেজুর ও যব অথবা ‘ এক সা’-এর অর্ধেক গম সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন।
-আবু দাউদ : ১৬২২, নাসায়ি : ২৫১৫, মিশকাতুল মাসাবিহ :১৮১৭