ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়াআল্লাহর জিকির মুমিনকে শক্তিশালী করেপবিত্র কাবাঘরে ১২০ কেজি স্বর্ণের নতুন গিলাফএ বছর পবিত্র হজের খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদজুলুমকারীদের জন্য আখেরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে
No icon

সিয়ামের সাদাকাহ

হজরত ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত, একবার তিনি রমজানের শেষ দিকে লোকেদের উদ্দেশে বললেন, তোমরা তোমাদের সিয়ামের সাদাকাহ দাও। রাসূলুল্লাহ সা: তোমাদের প্রত্যেক মুসলিম, স্বাধীন-অধীন, গোলাম-বাঁদি, পুরুষ-মহিলা, ছোট-বড় সবার পক্ষে ‘এক সা’ খেজুর ও যব অথবা ‘ এক সা’-এর অর্ধেক গম সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন।
-আবু দাউদ : ১৬২২, নাসায়ি : ২৫১৫, মিশকাতুল মাসাবিহ :১৮১৭