ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়াআল্লাহর জিকির মুমিনকে শক্তিশালী করেপবিত্র কাবাঘরে ১২০ কেজি স্বর্ণের নতুন গিলাফএ বছর পবিত্র হজের খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদজুলুমকারীদের জন্য আখেরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে
No icon

উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম

হজরত ইবনু উমার রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা: মিম্বারের উপর দাঁড়িয়ে সদকাহ এবং (মানুষের কাছে) হাত পাতা থেকে বিরত থাকার বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। উপরের হাত দাতা আর নিচের হাত গ্রহীতা (ভিক্ষুক)।
-বুখারি-১৪২৯, মুসলিম-১০৩৩,
মিশকাতুল মাসাবিহ-১৮৪৩