হজরত ইবনু উমার রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা: মিম্বারের উপর দাঁড়িয়ে সদকাহ এবং (মানুষের কাছে) হাত পাতা থেকে বিরত থাকার বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। উপরের হাত দাতা আর নিচের হাত গ্রহীতা (ভিক্ষুক)।
-বুখারি-১৪২৯, মুসলিম-১০৩৩,
মিশকাতুল মাসাবিহ-১৮৪৩