২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

যাদের কলবের ওপর আবরণ


তুমি যখন কুরআন পাঠ করো, তখন আমি তোমার আর যারা আখেরাতের প্রতি ঈমান রাখে না, তাদের মধ্যে একটি গোপন পর্দা লাগিয়ে দিই। আমি তাদের কলবের ওপর আবরণ সৃষ্টি করে দিয়েছি যেন তারা তা উপলব্ধি করতে না পারে, আর তাদের কানে সৃষ্টি করে দিয়েছি বধিরতা। তুমি যখন কুরআনে তোমার একমাত্র প্রভুর কথা স্মরণ করো : তখন তারা পেছনে ফিরে পালাতে থাকে। -সূরা বনি ইসরাঈল, আয়াত-৪৬