যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

শেষ বিচারের হাসি

আর যখন তারা (কাফিররা) মুমিনদের পাশ দিয়ে যেত তখন তারা তাদেরকে (মুমিনদেরকে) নিয়ে চোখ টিপে বিদ্রপ করত। আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত। আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্রষ্ট।’ আর তাদেরকে তো মুমিনদের হিফাজতকারী হিসেবে পাঠানো হয়নি। অতএব আজ (শেষ বিচারের দিন) মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসবে। উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে। কাফিরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হলো তো? [সূরা মুতাফফিফিন : ৩০-৩৬]