তোমাদের মায়ের গর্ভ থেকে আল্লাহই তোমাদের বের করে এনেছেন। তখন তোমরা কিছুই জানতে না। আর তিনিই তোমাদের দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও হৃদয়, যাতে তোমরা (তাঁর) শোকর আদায় করো। তারা কি শূন্য আকাশে নিয়ন্ত্রণাধীন পাখিদের প্রতি লক্ষ্য করে দেখেনি? আল্লাহ ছাড়া কেউ তাদের ধরে রাখে না। এতে অনেক নিদর্শন রয়েছে মুমিনদের জন্য। -সূরা আন নাহল, আয়াত : ৭৮-৭৯