কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতরবৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরপবিত্র কাবা শরীফ থেকে তিন কিলোমিটার দূর গেলো তারাবির নামাজের কাতার
No icon

রোজা রেখে চোখ ও নাক-কানে ড্রপ দেওয়া যাবে?

প্রশ্ন :রোজা অবস্থায় যদি কেউ চোখে, নাকে বা কানে ড্রপ দেয়, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে কি?
উত্তর :রোজা অবস্থায় দিনের বেলায় প্রয়োজনে চোখে, নাকে বা কানে ড্রপ দেওয়া যায়। কারণ, এটি পানাহারের অন্তর্ভুক্ত নয়। এর দ্বারা পানাহারের উদ্দেশ্যও সাধিত হয় না। সর্বোপরি এ ওষুধ সরাসরি পাকস্থলী বা মস্তিস্কেও যায় না।

যদিও কখনও কখনও নাকে বা চোখে ড্রপ দিলে মুখে তার স্বাদ অনুভূত হয়; তবুও এটি অতি স্বল্প মাত্রায় হওয়ার কারণে ধর্তব্যের আওতায় পড়ে না। যেমন অজু করার সময় কুলি করলে মুখের ভেতর পানি লাগে; তাতে কিন্তু রোজার কোনো ক্ষতি হয় না।গোসল করার সময় শরীরের লোমকূপসমূহ দিয়ে যে অতি অল্প পরিমাণে পানি প্রবেশ করে, তাতে যেমন রোজার ক্ষতি হয় না; অনুরূপভাবে শরীরের যে কোনো জায়গায় ক্ষতে বা ব্যথায় ক্রিম বা পাউডার ওষুধ লাগালেও রোজার কোনো ক্ষতি হবে না। যদিও তা রক্তের সঙ্গে মিশে যায়।