যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

যে শর্তগুলো মানলে গুনাহ থেকে মিলবে ক্ষমা

মুমিনের জন্য আবশ্যক যে, গুনাহ বা অন্যায় কাজ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ওয়াজিব। গুনাহ বা অন্যায় যদি আল্লাহ এবং বান্দার মধ্যকার বিষয় হয় এবং কোনো বান্দার সম্পৃক্ততা না থাকে, তবে ক্ষমা পাওয়ার জন্য তিনটি শর্ত পালন করা আবশ্যক। আর যদি গুনাহ বা অন্যায় কোনো মানুষের সঙ্গে সম্পৃ্ক্ত হয় তবে আরও একটি শর্ত পালন করতে হবে। যা তুলে ধরা হলো-

প্রথম শর্ত : বান্দাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে।
দ্বিতীয় শর্ত : বান্দাকে কৃত গুনাহের জন্যে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে।
তৃতীয় শর্ত : পুনরায় গুনাহ না করার ব্যাপারে বান্দাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।
এই তিনটি শর্তের মধ্যে যদি একটি শর্তও লংঘন হয় তাহলে পরিপূর্ণ ক্ষমা মিলবে না। ক্ষমা প্রার্থনা কখনো শুদ্ধ হবে না।

পক্ষান্তরে গোনাহের কাজটি যদি বান্দার সঙ্গে সম্পৃক্ত হয়, তবে সে ক্ষেত্রে উপরোল্লিখিত তিনটি শর্তের সঙ্গে আরও একটি শর্ত যুক্ত হবে। তাহলো-

চতুর্থ শর্ত : অপরাধী ব্যক্তি হকদার ব্যক্তির হক আদায় করতে হবে।
যেমন- কেউ যদি অন্যায়ভাবে ধন-মাল বা বিষয়-সম্পত্তি জোর-জবরদস্তির মাধ্যমে দখল করে নেয়, তবে তা ফেরত দিতে হবে। কারও প্রতি মিথ্যা অপবাদ দিলে অপরাধীকে নির্দিষ্ট হদ বা শাস্তি ভোগ করতে হবে, নতুবা সংশ্লিষ্ট ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এমনকি কারও অনুপস্থিতিতে গীবত-শেকায়াত করলে সে ব্যাপারেও ক্ষমা চেয়ে নিতে হবে।সুতরাং আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে ক্ষমা প্রার্থনার আগে উপরোল্লিখিত চারটি শর্ত পালনের মাধ্যমে পরিপূর্ণ ক্ষমা চেয়ে আল্লাহ পথে ফিরে আসার তাওফিক দান করুন। আমিন।