আপনি অন্য লোকদের নিয়ন্ত্রণ করতে পারবেন না। তারা যা করতে চায় না তা করতে আপনি তাদের বাধ্য করতে পারবেন না। আপনি একমাত্র যাকে নিয়ন্ত্রণ করতে পারেন সে ব্যক্তি হলেন আপনি নিজে। সুতরাং তাদের আচরণ ও তারা যা করে তাকে বিরক্ত করতে দেবেন না আপনাকে। আপনার উদ্বেগ, আবেশ, অভিব্যক্তি ইত্যাদি তাদের ওপর শূন্য প্রভাব ফেলে। এটি শুধু আপনাকে কষ্ট দেয়।
পুনশ্চ : সবসময় উদ্বেগের ওপর প্রার্থনাকে বাছাই করুন। উদ্বেগ কোনো কিছুরই পরিবর্তন করে না, তবে প্রার্থনা সবকিছু বদলে দিতে পারে। আপনি যদি চিন্তার খাদে আটকে থাকেন তবে আপনি অধিকতর উদ্বেগের মধ্যে নিঃশেষ হবেন। উদ্বেগের কোনো শেষ নেই। একটি উদ্বেগ অন্যটির দিকে নিয়ে যায়। উদ্বেগ পরিত্যাগ করুন এবং প্রার্থনা শুরু করুন। ভালো পরিণামের ব্যাপারে সর্বশক্তিমানের ওপর আস্থা রাখুন।