জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য কামনা করছে। জামায়াতে ইসলামীর সঙ্গে নেজামে ইসলাম পার্টি দেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গতকাল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নেজামে ইসলাম পার্টির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর পক্ষে অনুষ্ঠানে অংশ নেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অন্যদিকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পক্ষে ছিলেন সংগঠনের আমির আল্লামা সারওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতাহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও মাওলানা ডা. ইলিয়াস খান প্রমুখ। মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাক্সক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ এ সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এখনো তারা ইসলামী আদর্শের ওপর অটল ও অবিচল আছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি সব সময়ই পরস্পরের কাছাকাছি থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে। দুটি দল যার যার জায়গা থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যে আকাক্সক্ষা লক্ষ্য করা যাচ্ছে তা পূরণ করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেশের ছাত্র-জনতা বৈষম্যমুক্ত দেশ গড়ার যে আশা-আকাক্সক্ষা নিয়ে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ সে আশা-আকাক্সক্ষা পূরণ করার সুযোগ দান করুন।