কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতরবৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরপবিত্র কাবা শরীফ থেকে তিন কিলোমিটার দূর গেলো তারাবির নামাজের কাতার
No icon

মৃত্যুর পরও পাওয়া যাবে যেসব নেক আমল

আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘মুমিনের ইন্তেকালের পরও তার যেসব নেক আমল ও নেক কাজের সওয়াব তার কাছে সব সময় পৌঁছতে থাকবে, তার মধ্যে- ১. ‘ইলম বা জ্ঞান- যা সে শিখেছে এবং প্রচার করেছে; ২. নেক সন্তান- যাকে সে দুনিয়ায় রেখে গেছে; ৩. কুরআন- যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে; ৪. মসজিদ- যা সে নির্মাণ করে গেছে; ৫. মুসাফিরখানা- যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে; ৬. কূপ বা ঝর্ণা- যা সে খনন করে গেছে মানুষের পানি ব্যবহার করার জন্য এবং ৭. দান-খয়রাত- যা সুস্থ ও জীবিতাবস্থায় তার ধন-সম্পদ থেকে দান করে গেছে। মৃত্যুর পর এসব নেক কাজের সওয়াব তার কাছে পৌঁছতে থাকবে।
-ইবনে মাজাহ-২৪২, সহিহ তারগিব-৭৭, মিশকাতুল মাসাবিহ-২৫৪