যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

রোজার আগে যে দোয়া বেশি পড়বেন

ইসলামের পাঁচটি স্তম্ভ। কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। মুসলমানদের জন্য অনন্য উপহার হচ্ছে রমজানুল মোবারক। পুরো রমজান মাস সিয়াম পালন করা ফরজ। পবিত্র মাসটি শুরু হতে বেশি দিন বাকি নেই।তার আগে রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মর্যাদাপূর্ণ মাসটি পেতে একটি দোয়া বেশি বেশি পড়া জরুরি। তা হলো- - اَللَّهُمَّ بَلِّغْنَا رَمَضَانَ উচ্চারণ:আল্লাহুম্মা বাল্লিগনা রামাদান অর্থ হে আল্লাহ! আমাদের জন্য রমজান কবুল করুন। অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াত দিন। রমজানের রহমত, বরকত, মাগফেরাত ও নাজাত পেতে আমাদের রমজানে পৌঁছে দিন।

ছোট্ট দোয়াটির পাশাপাশি আরেকটি দোয়াও বেশি বেশি পড়া যেতে পারে। তা হলো- - اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ উচ্চারণ:আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রামাদান। অর্থ:হে আল্লাহ! আপনি আমাদের জন্য শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস রমজান দান করুন। সুস্থতার সঙ্গে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন।