যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

স্বপ্নে পানাহার ও স্বপ্নদোষে রোজার কোনো ক্ষতি হবে?

প্রশ্ন : রোজা রেখে রোজার দিনে যদি কেউ স্বপ্নে পানাহার করে কিংবা কারও স্বপ্নদোষ হয়, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে? উত্তর : রোজা অবস্থায় দিনের বেলায় পানাহার করতে স্বপ্নে দেখলে বা স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না। কারণ, এটি ইচ্ছাধীন বা নিয়ন্ত্রণাধীন নয়। আর স্বপ্নে পানাহার দ্বারা প্রকৃত পানাহার হয় না এবং ক্ষুধা নিবারণ ও শারীরিক শক্তি অর্জনও হয় না; তাই এতে রোজা ভঙ্গ হবে না। এমনকি রোজা হালকাও হবে না, সওয়াবও কমবে না। এ ক্ষেত্রে স্বাভাবিকভাবেই রোজা সম্পূর্ণ করবেন। কাজা বা কাফফারা কিছুই লাগবে না।উল্লেখ্য, সজ্ঞান রতিক্রিয়ায় রোজা ভঙ্গ হয়। ইচ্ছাকৃত হলে কাজা ও কাফফারা উভয়টা আদায় করতে হয়। আর অনিচ্ছায় হলে শুধু কাজা আদায় করতে হয়। স্বপ্ন যেহেতু স্বেচ্ছায় নয় ও সজ্ঞান নয়, তাই রোজা অবস্থায় রাতে বা দিনে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না; স্বাভাবিকভাবেই রোজা পূর্ণ করবেন। কাজা-কাফফারা কিছুই প্রয়োজন হবে না। প্রয়োজনমতো অজু-গোসল ও পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে হবে।