যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

ইফতারের সময় ক্ষমার বিশেষ দোয়া

সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে ইফতার করা সুন্নাত। এটি রোজাদারের জন্য বরকতময় ও গুনাহ মাফের মাধ্যম। আল্লাহর কাছে ক্ষমা পেতে ইফতারের সময়ের ছোট্ট একটি দোয়া আছে। হাদিসে আছে ইফতারের সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। তাই এ সময়টিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করা জরুরি।

ইফতারের মুহূর্তে ক্ষমা প্রার্থনার ছোট্ট দোয়াটি হলো:

يَا وَاسِعَ الْمَغْفِرَاتِ اِغْفِرلِىْ

উচ্চারণ: ইয়া ওয়াসিআল মাগফেরাতি ইগফিরলি।

অর্থ : হে মহান ক্ষমাকারী! আমাকে ক্ষমা করুন। মুসলিম)

সুতরাং রোজাদার মুমিন মুসলমানের উচিত, রোজা রেখে নিজেদের গুনাহ মুক্তির চেষ্টায় ইফতারের মুহূর্তে এ ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়া।