যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

ইফতারের সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না

আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূল সা: বলেছেন, ‘তিন লোকের দোয়া ফিরিয়ে দেয়া হয় না- ১. রোজাদারের দোয়া যখন সে ইফতার করে; ২. ন্যায়পরায়ণ শাসকের দোয়া ও ৩. মাজলুম বা অত্যাচারিতদের দোয়া। অত্যাচারিতের দোয়াকে আল্লাহ তায়ালা মেঘমালার উপর উঠিয়ে নেন এবং তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হয়। আর আল্লাহ তায়ালা বলেন- ‘আমার ইজ্জতের কসম! নিশ্চয়ই আমি তোমার সাহায্য করব কিছু সময় দেরি হলেও।’
-তিরমিজি-৩৫৯৮, আহমাদ-৮০৪৩,
মিশকাতুল মাসাবিহ-২২৪৯)