২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

ইফতারের সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না

আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূল সা: বলেছেন, ‘তিন লোকের দোয়া ফিরিয়ে দেয়া হয় না- ১. রোজাদারের দোয়া যখন সে ইফতার করে; ২. ন্যায়পরায়ণ শাসকের দোয়া ও ৩. মাজলুম বা অত্যাচারিতদের দোয়া। অত্যাচারিতের দোয়াকে আল্লাহ তায়ালা মেঘমালার উপর উঠিয়ে নেন এবং তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হয়। আর আল্লাহ তায়ালা বলেন- ‘আমার ইজ্জতের কসম! নিশ্চয়ই আমি তোমার সাহায্য করব কিছু সময় দেরি হলেও।’
-তিরমিজি-৩৫৯৮, আহমাদ-৮০৪৩,
মিশকাতুল মাসাবিহ-২২৪৯)