২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

৪ কাজে রোজার কাজা-কাফফারা দিতেই হবে

সিয়াম সাধনার মাস রমজান। এটি সংযমের মাস। এ মাসে কিছু কাজ আছে যা বর্জনীয়। যদি রোজার দিনে এসব কাজ ঘটে যায় তবে রোজা ভেঙে যাবে এবং এর কাজা-কাফফারা অবশ্যই দিতে হবে। কাজগুলো কী?

১. স্ত্রী সহবাস করলে

রমজানের রোজা রেখে দিনের বেলা স্ত্রী সহবাস করলে বীর্যপাত না হলেও স্বামী-স্ত্রী উভয়ের ওপর সেই রোজার কাজা-কাফফারা ওয়াজিব হবে। (বুখারি : ৬৭০৯)

২. ইচ্ছাকৃত পানাহার করলে

রোজা রেখে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে পানাহার করলে কাজা ও কাফফারা উভয়টি জরুরি হবে। (আল বাহরুর রায়েক : ২/২৭৬)

৩. ধুমপান করলে

বিড়ি-সিগারেট, হুক্কা পান করলেও রোজা ভেঙে যাবে। কাজা ও কাফফারা উভয়টি জরুরি হবে। (রদ্দুল মুহতার : ৩/৩৮৫)

৪. ভিত্তিহীন অজুহাতে পানাহার বা স্ত্রী সহবাস করলে

সুবহে সাদিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখনও ভালোভাবে আলো ছাড়ায়নি; এ ধরনের ভিত্তিহীন অজুহাতে পানাহার করলে বা স্ত্রী সহবাসে লিপ্ত হলে কাজা ও কাফফারা দুটোই জরুরি হবে।