২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

শাবান মাসে নফল রোজা


আয়েশা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, ‘নবী সা: শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা অন্য কোনো মাসে রাখতেন না। নিঃসন্দেহে তিনি পূর্ণ শাবান মাস রোজা রাখতেন।’ অন্য বর্ণনায় আছে, ‘অল্প কিছু দিন ছাড়া তিনি পূর্ণ শাবান মাস রোজা রাখতেন’।
-বুখারি-৪৩, ১১৩২, মুসলিম-৭৪১, ৭৮২, নাসায়ি-৭৬২, আবু দাউদ-১৩১৭, রিয়াদুস সালেহিন-১২৫৫