ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়াআল্লাহর জিকির মুমিনকে শক্তিশালী করেপবিত্র কাবাঘরে ১২০ কেজি স্বর্ণের নতুন গিলাফএ বছর পবিত্র হজের খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদজুলুমকারীদের জন্য আখেরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে
No icon

শাবান মাসে নফল রোজা


আয়েশা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, ‘নবী সা: শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা অন্য কোনো মাসে রাখতেন না। নিঃসন্দেহে তিনি পূর্ণ শাবান মাস রোজা রাখতেন।’ অন্য বর্ণনায় আছে, ‘অল্প কিছু দিন ছাড়া তিনি পূর্ণ শাবান মাস রোজা রাখতেন’।
-বুখারি-৪৩, ১১৩২, মুসলিম-৭৪১, ৭৮২, নাসায়ি-৭৬২, আবু দাউদ-১৩১৭, রিয়াদুস সালেহিন-১২৫৫