যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

যে মাস সম্বন্ধে মানুষ উদাসীন

উসামাহ বিন জায়েদ রা: থেকে বর্ণিত- তিনি বলেন, ‘একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনাকে শাবান মাসে যত সিয়াম রাখতে দেখি তত অন্য কোনো মাসে তো রাখতে দেখি না, (এর রহস্য কী)?’ উত্তরে তিনি বললেন, ‘এটি তো সেই মাস, যে মাস সম্বন্ধে মানুষ উদাসীন, যা হলো রজব ও রমজানের মাঝে। আর এটি তো সেই মাস; যাতে বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আমলগুলো পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে, সিয়াম রাখা অবস্থায় আমার আমল (আল্লাহর কাছে) পেশ করা হোক।’
-আহমাদ-২১৭৫৩, নাসায়ি-২৩৫৭, সহিহ তারগিব-১০০৮