আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, এমন রোজাদার আছে যারা তাদের রোজা দ্বারা ‘ক্ষুধার্ত থাকা ছাড়া’ আর কোনো ফল লাভ করতে পারে না। এমন অনেক কিয়ামরত (রাতে ইবাদতকারী) ব্যক্তি আছে যাদের রাতে ইবাদত রাতজাগা ছাড়া আর কোনো ফল আনতে পারে না।
-ইবনে মাজাহ-১৬৯১, দারিমি-২৭৬২, মিশকাতুল মাসাবিহ-২০১৪