২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

শুধুই ক্ষুধার্ত থাকা ও রাতজাগা


আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, এমন রোজাদার আছে যারা তাদের রোজা দ্বারা ‘ক্ষুধার্ত থাকা ছাড়া’ আর কোনো ফল লাভ করতে পারে না। এমন অনেক কিয়ামরত (রাতে ইবাদতকারী) ব্যক্তি আছে যাদের রাতে ইবাদত রাতজাগা ছাড়া আর কোনো ফল আনতে পারে না।
-ইবনে মাজাহ-১৬৯১, দারিমি-২৭৬২, মিশকাতুল মাসাবিহ-২০১৪