যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

দোয়া করতে হবে আগ্রহের সাথে

হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন দোয়া করে, তখন সে যেন এটা না বলে, হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও যদি তুমি চাও। বরং সে যেন দৃঢ়চিত্তে ও পূর্ণ আগ্রহের সাথে দোয়া করে। কেননা কোনো কিছু দান করতে আল্লাহর অসাধ্য কোনো কিছু নেই। -মুসলিম-২৬৭৯, মিশকাতুল মাসাবিহ-২২২৬