যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

রোজা রেখে টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে?

প্রশ্ন :রোজা অবস্থায় দিনের বেলা টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কী?
উত্তর :রোজা অবস্থায় দিনের বেলায় টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরুহ। কারণ, তাতে মিষ্টি স্বাদ থাকে। আর রোজা রেখে যে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাকরুহ। কিন্তু গলায় পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে। তাই রমজান মাসে দিনের বেলায় মেসওয়াক করা চাই।

(আল বাহরুর রায়েক: ২/২৭৯)।