আয়েশা রা: থেকে বর্ণিত- নবী সা: আয়েশা রা:-এর সাথে তার ভাই আবদুর রহমান রা:-কে প্রেরণ করেন। তিনি আয়েশা রা:-কে তানঈম নামক স্থান থেকে ছোট একটি হাওদায় বসিয়ে ওমরাহ করতে নিয়ে যান। ওমর রা: বলেন, তোমরা হজে (গমনের উদ্দেশ্যে) উটের পিঠে হাওদা মজবুত করে বাঁধো (সফর করো)। কেননা, হজও এক প্রকারের জিহাদ। -সহিহ বুখারি-১৫১৬