যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

হজও এক প্রকারের জিহাদ

আয়েশা রা: থেকে বর্ণিত- নবী সা: আয়েশা রা:-এর সাথে তার ভাই আবদুর রহমান রা:-কে প্রেরণ করেন। তিনি আয়েশা রা:-কে তানঈম নামক স্থান থেকে ছোট একটি হাওদায় বসিয়ে ওমরাহ করতে নিয়ে যান। ওমর রা: বলেন, তোমরা হজে (গমনের উদ্দেশ্যে) উটের পিঠে হাওদা মজবুত করে বাঁধো (সফর করো)। কেননা, হজও এক প্রকারের জিহাদ। -সহিহ বুখারি-১৫১৬