আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা: থেকে বর্ণিত- নবী সা: বলেন, ‘তোমরা দয়া করো, তোমাদেরকেও দয়া করা হবে। তোমরা ক্ষমা করো, তোমাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন। সর্বনাশ তাদের যারা কথা ভুলে যায় এবং ধ্বংস তাদের জন্য যারা জ্ঞাতসারে বারবার অন্যায় কাজ করতে থাকে।’ আবু দাউদ, আদাবুল মুফরাদ-৩৮১