যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

ইশার আগে তারাবিহ আদায় করা যাবে কি?

রমজানে তারাবিহ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় রমজানের রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)রমজানে প্রতিদিন ইশার ফরজ নামাজের পর তারাবিহ নামাজ আদায় করতে হয়। ইশার ফরজ নামাজ আদায়ের আগে তারাবিহ পড়লে তা তারাবিহ হিসেবে গণ্য হয় না। তাই কেউ যদি মসজিদে পৌঁছে দেখে ইশা শেষ হয়ে তারাবিহ শুরু হয়ে গেছে, তাহলে প্রথম ইশার ফরজ নামাজ আদায় করে তারপর তারাবিহ নামাজে শরিক হবে। ইশা আদায় না করে তারাবিহ নামাজে শরিক হওয়া যাবে না।